দীর্ঘ প্রতীক্ষা শেষে আবারও পাওয়া যাচ্ছে বিশ্বের ১ নম্বর ব্লাড গ্লুকোজ মিটার (রক্তের গ্লুকোজ পরিমাপক) এ্যাকুচেক এ্যাকটিভ



দীর্ঘ প্রতীক্ষা শেষে আবারও পাওয়া যাচ্ছে বিশ্বের ১ নম্বর ব্লাড গ্লুকোজ মিটার (রক্তের গ্লুকোজ পরিমাপক) এ্যাকুচেক এ্যাকটিভ। নতুন এই মিটারটি কোড চিপ বিহীন তাই এতে স্বাধীনভাবে স্ট্রিপ ব্যবহারের সুযোগ রয়েছে। প্রায় ১ বছর ধরে বাজারে চীনে তৈরি নকল এ্যাকুচেক মিটার ও স্ট্রিপ পাওয়া যাচ্ছিল যার ফলাফল যথাযথ নয়।
পণ্যটি পেতে ফোন করুন ০৯৬৬৬৭৭৬৬৩৩ নম্বরে অথবা www.diacare.shop এ অর্ডারের মধ্যমেও এটি সংগ্রহ করতে পারবেন।
প্যাকেটের গায়ে সংযুক্ত স্ক্র্যাচ কার্ড ঘষে যে গোপন কোড পাওয়া যাবে সেটি ০১৮৭৩২২৩৩৩৩ নম্বরে এসএমএস করে পণ্যটি অনুমোদিত কিনা তা জানা যাবে। পরিবেশক প্রতিষ্ঠান পরে আপনাকে ফোন করে পণ্যের নিবন্ধন করবেন এবং এর মাধ্যমে পণ্যটি ওয়্যারান্টি সেবার অন্তর্ভূক্ত হবে। নিবন্ধন সম্পন্ন করলে আপনি ৫০ টাকার মোবাইল রিচার্জও পাবেন।

Comments